ন্যাভিগেশন মেনু

মির্জাপুরে দুই শিশু হত্যা: ৯ আসামীর মৃত‌্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শিশু শাকিল (১১) ও ইমরান (১১) হত্যা মামলায় ৯ আসামীর মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়াও প্রত্যেক‌কে এক লাখ টাকা ক‌রে জ‌রিমানা করা হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন - ধামরাই উপ‌জেলার চর চৌহাট গ্রা‌মের তারা মিয়ার ছে‌লে মিল্টন, একই গ্রা‌মের শামছুল হ‌কের ছে‌লে বাহাদুর মিয়া ও মির্জাপুর উপ‌জেলার সুজা‌নিলজা গ্রা‌মের বা‌ছেদ মিয়ার ছে‌লে র‌নি মিয়া।

আমৃত‌্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হ‌লেন - ধামরাই উপ‌জেলার চৌহাট গ্রা‌মের আফসার উদ্দিনের ছে‌লে শা‌হিনুর এলাইজ শাহ‌া, শশ্বধরপ‌ট্টি গ্রা‌মের মম‌রেজের ছে‌লে জ‌হিরুল ইসলাম ও মির্জাপুর উপ‌জেলার আমরাইল তেলীপাড়া গ্রা‌মের শাহাদত হো‌সে‌নের ছে‌লে আব্দুল মা‌লেক।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন - ধামরাই উপ‌জেলার চর চৌহাট গ্রা‌মের তা‌জেল মিয়ার ছে‌লে আরিফ, মির্জাপুর উপ‌জেলার আমরাইল তেলীপাড়ার জব্বার ম‌ল্লি‌কের ছে‌লে জা‌কির হো‌সেন ও ধামরাই উপ‌জেলার চর চেহৈাট গ্রা‌মের আফসার উদ্দিনের ছে‌লে শামীম মিয়া। তাদের ম‌ধ্যে আরিফ পলাতক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শিশু শাকিল (১১) ও ইমরানকে (১১) অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। পরদিন ২৮ জানুয়ারি মোবাইল ফোনে দুজ‌নের জন‌্য দুই প‌রিবা‌রের কা‌ছে এক লাখ ক‌রে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ না পেয়ে ২৯ জানুয়ারি দুই শিশুকে গলাকেটে হত্যা করে।

৩০ জানুয়ারি নিহত শা‌কি‌লের মা জোসনা বেগম বাদি হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।

ওয়াই এ/এডিবি