ন্যাভিগেশন মেনু

মিসরের সিনাই উপত্যকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ সেনা নিহত


মিসরের সিনাই উপত্যকায় শারম আল শেখের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৯ জন শন্তিরক্ষী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি বহুজাতিক সামরিক বাহিনী ও পর্যবেক্ষকদের বহন করছিলো। মাল্টিন্যাশনাল ফোর্স অ্যান্ড অবজারভারসের (এমএফও) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে মার্কিন সামরিক বাহিনীর পাঁচজন, ফ্রান্সের একজন এবং চেক রিপাবলিকের একজন সদস্য রয়েছেন। তবে হেলিকপ্টার বিধ্বস্তে বেঁচে গেছেন মার্কিন সামরিক বাহিনীর এক সদস্য। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বহুজাতিকবাহিনী ও পর্যবেক্ষকরা বলছেন, তবে নিহতদের নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এ তথ্য জানানো হয়নি।

বিবৃতিতে হেলিকপ্টার বিধ্বস্তের ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি এমএফও। তবে নিয়মিত মিশনের অংশ হিসেবে হেলিকপ্টারটি সেখানে কাজে নিয়োজিত ছিল বলে জানানো হয়েছে।

এমএফও’র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ি, সিনাইয়ে যুক্তরাষ্ট্র ও ১২টি দেশের ১ হাজার ১৫৪ জন সেনা মোতায়েন রয়েছে।

সিবি/এডিবি