ন্যাভিগেশন মেনু

মুক্তিপণ না পেয়ে কিশোর সবুজকে পিটিয়ে হত্যা


রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় মোজার মিল এলাকা থেকে সবুজ মিয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে সবুজের বন্ধু জাহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাহিদুলের বরাত দিয়ে পুলিশ জানায়, দুষ্কৃতীরা মুক্তিপণ না পেয়ে তাদের পিটিয়েছে। এতে সবুজ মারা যায়।

সবুজ মিয়া (১৬) লালমনিরহাট সদর উপজেলার কাজী কলোনি গ্রামের মিছির আলীর ছেলে। জাহিদুল (১৪) একই এলাকার বাসিন্দা।আশুলিয়া থানার পুলিশ জানায়, সবুজ ও জাহিদুল মা-বাবার সঙ্গে রাগ করে গত সোমবার আশুলিয়ার উদ্দেশে রওনা হয়।

আশুলিয়ায় সবুজের বোনের বাড়ি। কিন্তু তারা তা চেনে না। রাত দেড়টার দিকে তারা ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) বাসস্ট্যান্ডে নামে। তখন বৃষ্টি হচ্ছিল।

এ সময় এক তরুণ এসে তাদের রাতটুকু হোটেলে থাকা ও খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়ার কথা বলে মোজার মিল এলাকায় একটি ডোবার পারে ঝোপের মধ্যে নিয়ে যায়।

এরপর ওই তরুণসহ আরও কয়েকজন দুই কিশোরক মারধর করে।  ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে  সবুজের মায়ের কাছে মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

টাকা না পেয়ে দফায় দফায় তাদের পেটায় দুষ্কৃতীরা।  সবুজ মিয়া মারা যায় ও জাহিদুল অচেতন হয়ে পড়ে। 

এস এস