ন্যাভিগেশন মেনু

মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল আর নেই


লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার ( ৩১ আগস্ট ) দুপুর দেড়টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গলের বড় ছেলে ইব্রাহিম ইবনে ইসমাইল কমল।

ইসমাইল হোসেন বেঙ্গল কর্মজীবনে একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সিবি/এডিবি