NAVIGATION MENU

মুগদায় লম্পট ফরহাদের লালসার শিকার যমজ দুই শিশু


লম্পট মামাতো ভাই ফরহাদের (২৩) কাছে ধর্ষিত হয়েছে যমজ দুই শিশু। এ কাণ্ড রাজধানী ঢাকার মুগদায়। ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ পলাতক। রবিবার বিকালে শিশু দুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছে পুলিশ।

সূত্র জানায়, ভুক্তভোগী শিশুদের পরিবার মুগদা এলাকায় থাকেন। স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ে ১১ বছরের শিশু দুটি। একই এলাকায় থাকে ফরহাদের পরিবারও। ফরহাদ এলাকায় একটি মাছের দোকানে কর্মচারী।

গত ১৮ নভেম্বর বিকালে ফরহাদ ওই দুই বোনকে কৌশলে ডেকে তার বাসার তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাদের আটকে রেখে প্রথমে এক বোনকে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। পরে একইভাবে আরেক বোনকেও ধর্ষণ করে। এরপর কাউকে কিছু না বলতে তাদের ভয়ভীতি দেখিয়ে  ছেড়ে দেয়।

শিশু দুটি বাসায় গিয়ে তাদের মায়ের কাছে সব কিছু বলে দেয়। এরপর ভুক্তভোগীর পরিবার থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা আকারে নেওয়া হয়।

এস এস