ন্যাভিগেশন মেনু

মুজিববর্ষে নিউইয়র্কে ২৮ ও ২৯ মার্চ ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’


নিউইয়র্কে মুজিব বর্ষ উপলক্ষে দুদিনব্যাপি ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন’র আয়োজন করা হয়েছে।

এ সম্মেলন’র বাজেট ধার্য করা হয়েছে লাখ ডলার তথা ৮৬ লাখ টাকা।

রবিববার ( ১৯ জানুয়ারি ) সন্ধ্যায় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের বিভিন্ন সাব-কমিটির প্রস্তুতি সভা হয়।

সেমিনার-সিম্পোজিয়াম, তথ্য-চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জয়-বাংলা কনসার্ট, বঙ্গবন্ধুকে নিয়ে কাব্য-জলসা, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনী তথা বাঙালির স্বাধিকার-আন্দোলনের প্রকৃত তথ্য অবহিত করা হয়।

উল্লেখ্য, ২৮ ও ২৯ মার্চ নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে এই সম্মেলনের আলোকে ২৭ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটসে একটি র‌্যালি অনুষ্ঠিত হবে।

জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারের এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দুদিনব্যাপী কর্মসূচির মূল কমিটির আহবায়ক বিজ্ঞানী-মুক্তিযোদ্ধা ও নিউজার্সিও কাউন্সিলম্যান ড. নূরন্নবী।

সদস্য-সচিব নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রস্তুতি আলোকে বক্তব্য দেন প্রধান সমন্বয়কারি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, হোস্ট কমিটির উপদেষ্টা এ্যানী ফেরদৌস, গোলাম মোস্তফা খান মিরাজ, মোর্শেদ আলম, রাশেদ আহমেদ, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুব্রত তালুকদার, র‌্যালি কমিটির শুভ রায়, কাব্য-জলসা কমিটির সদস্য-সচিব গোপন সাহা, সাংস্কৃতিক উপ-কমিটির মঞ্জুর কাদের, সাহাবউদ্দিন চৌধুরী লিটন ও স্মৃতি ভদ্র, ইভেন্ট ম্যানেজমেন্টের চেয়ারপার্সন শারমিন রেজা ইভা।

আরও বক্তব্য রাখেন-  সেমিনারের মোশারফ হোসেন, চলচ্চিত্র প্রদর্শনীর কনভেনর মিনহাজ সাম্মু, উদীচী শিল্পী গোষ্ঠির জীবন বিশ্বাস, শিল্পকলা একাডেমির মনিকা রায় চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির স্বীকৃতি বড়ুয়া, সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, হোস্ট কমিটির সমন্বয়কারি আসরাব আলী খান লিটন, খ্যাতনামা সমাজকর্মী রাহাত মুক্তাদির এবং গোলাম ফারুক ভ’ইয়া, ওয়াশিংটন ডিসি থেকে আসা সংগঠক শিব্বির আহমেদ, মিডিয়া কমিটির শহিদুল মল্লিক বাঁধন প্রমুখ।

ওআ / এস এস