NAVIGATION MENU

মুজিববর্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে মোমবাতি প্রজ্বলন ১৭ মার্চ


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) আগেই শুরু হয়েছে।

মুজিব বর্ষের প্রথম দিনেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শুরু করবে ১৪ দল। আগামী ১৭ মার্চ প্রথম দিন এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শুরু হবে।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সঙ্গে পেশাজীবী নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

মোহাম্মদ নাসিম বলেন, মুজিব বর্ষে স্বাধীনতার স্বপক্ষের শক্তির পরাজয় হতে পারে না।

বাঙালির চোখের মনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই নামটি প্রতিটি বাঙারির রক্তের সাথে মিশে রয়েছে। এই মহানায়ককে আমরা আমাদের প্রতিক্ষণে শ্বাস-প্রশ্বাসে উপলব্ধি করি।

সিবি / এস এস