ন্যাভিগেশন মেনু

মুজিববর্ষ ফুটবল সিরিজ:

১০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন জামাল ভূঁইয়ারা


মুজিববর্ষ ফুটবল সিরিজে নেপালের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জয় উপলক্ষে ফুটবলারদের ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (১৩ নভেম্বর) দীর্ঘ ১০ মাস পর মাঠে ফিরে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। নেপালের বিপক্ষে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে ২-০ গোলের ব্যবধানে জয় পায় জামাল ভুঁইয়ার দল। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেছেন নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান।

ম্যাচ শেষে ফেডারেশনের পক্ষ থেকে এ ঘোষণা দিয়েছেন বাফুফের ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এ সময় আগামী ম্যাচেও বাংলাদেশ জয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) মুজিববর্ষ ফুটবল সিরিজের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ আবারও মুখোমুখি হবে নেপালের।

এমআইআর/এডিবি