ন্যাভিগেশন মেনু

মুম্বাইয়ে ভারী বর্ষণে ট্রেন, অফিস বন্ধ


ভারী বর্ষণে ভারতের মুম্বাইয়ের অধিকাংশ অঞ্চল প্লাবিত হওয়ায় ট্রেন ও অনেক অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিদিন ট্রেনের মাধ্যমে মুম্বাইয়ের ২ কোটি মানুষ যাতায়াত করেন।

মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারী বর্ষণে ভারতের মুম্বাইয়ের অধিকাংশ অঞ্চল প্লাবিত হয়েছে। এতে ট্রেন বন্ধ থাকায় যাতায়াত করা সম্ভব হচ্ছে না। তাই জরুরি সেবা ছাড়া সব ধরনের অফিস বন্ধ রয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত এবং মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিপাত হওয়ায় ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই এবং এর আশপাশের জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মুম্বাই ছাড়া মহারাষ্ট্রের থানে, পুনে, রাইগড় এবং রত্নাগিরি জেলায় বুধবার (৫ আগস্ট) পর্যন্ত সতর্কতা জারি থাকবে।

সিবি/এডিবি