ন্যাভিগেশন মেনু

মুরগির চামড়ায় তৈরি জুতা মিলবে ১২ হাজার টাকায়


চামড়া দিয়ে জুতা তৈরির প্রচলন সেই বহুকাল আগ থেকেই। তবে এবার এ প্রক্রিয়ায় এক ভিন্ন মাত্রা যোগ করেছেন ইন্দোনেশিয়ার একটি প্রতিষ্ঠান। মুরগির চামড়া দিয়ে জুতা তৈরি করে বেশ খ্যাতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

মুরগির পায়ের চামড়া দিয়ে জুতা তৈরি করা প্রতিষ্ঠানটির নাম ‘হিরকা’।

ইন্দোনেশিয়ায় তরুণ উদ্যোক্তা নুরমান ফারিয়েকা রামধানির হাত ধরে ২০১৭ সালে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির।

মূলত বর্জ্যকে কাজে লাগানোর ভাবনা থেকেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ।

মুরগির চামড়া দিয়ে একজোড়া জুতা তৈরি করতে লাগে প্রায় ৯০টি মুরগির পা। এ প্রতিষ্ঠানের এক জোড়া জুতা বিক্রি করা হয় ৩৫ ডলার থেকে ১৪০ ডলার পর্যন্ত। মুরগির চামড়ায় তৈরি জুতা অনেক সাশ্রয়ী এবং টেকসই।

এ বিষয়ে হিরকার প্রতিষ্ঠাতা বলেন, বিভিন্ন প্রাণীর চামড়া দিয়ে জুতা তৈরির ফলে সাপ কিংবা কুমিরের মতো অনেক প্রজাতির প্রাণীর অস্তিত্বই এখন হুমকির মুখে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার চিন্তা থেকেই এমন উদ্যোগ নিয়েছি।

এমআইআর/এডিবি