ন্যাভিগেশন মেনু

মুরগি বলে কাকের মাংস বিক্রি, পাকড়াও ২


আমরা কম বেশি সকলেই বাজার থেকে মাছ, মাংস কিনে থাকি। কিন্তু কিছু আসাধু ব্যবসায়ী অর্থের লোভে ক্রেতাদের ধোঁকা দেয়।

এমনই একটা ঘটনা ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে। সেখানে একটি দোকানে কাক মেরে মুরগির মাংস হিসেবে বিক্রি করা হচ্ছিল।

স্থানীয়রা পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ জানায়। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত দুই ব্যক্তির থেকে ১৫০টি মৃত পাখি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছেন বনবিভাগের অফিসাররা।

অফিসাররা তদন্ত করে দেখেন, দুই ব্যক্তি ভাত খাওয়াচ্ছিলেন এক ঝাঁক কাককে। কিন্তু এর পরই বেশ কিছু কাক মরতে শুরু করে। ভাতের সঙ্গে বিষ মেশানো জন্যই মৃত্যু হয়েছে ওই কাকগুলোর।

মরে যাওয়া ওই কাকের মাংস মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলো তারা। রাস্তার ধারে থাকা খাবারে দোকানে ওই মাংস বিক্রি করা হচ্ছিল বলে জানিয়েছেন বন বিভাগের অফিসাররা।

সিবি / এস এস