NAVIGATION MENU

মৃত তিমি ভাসছে সেন্টমার্টিনে


কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে বিশাল আকৃতির একটি ‘তিমি’ মাছের দেখা মিলেছে। তবে তিমিটির কোনও নড়াচড়া না থাকায় সেটিকে মৃত বলে ধারণা করছে ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয় লোকজন।

বুধবার দুপুরে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে এই তিমি মাছটি ভাসমান অবস্থায় দেখা যায়।

টেকনাফ সাব জোনের টুরিস্ট পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকালে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনে করে সেন্টমার্টিন যাওয়ার সময় মাঝ পথে সমুদ্রে একটি বিশাল আকৃতির একটি তিমি দেখা গেছে। এসময় জাহাজে থাকা পর্যটকরা মোবাইল ফোনে এর ছবি ও ভিডিও ধারণ করে।

এদিকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. এহসানুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ‘বালেন’ প্রজাতির তিমি।

এটি সাধারণ ৮০০-৯০০ মিটার গভীরতায় চলাফেরা ও বসবাসরত প্রাণী। এই প্রজাতিগুলো দলবদ্ধ হয়ে চলাফেরা করে থাকে।

ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে তিমি মাছটি সেন্টমাটিনের কাছাকাছি এসেছে এবং তাপমাত্রার তারতম্যের কারণে মারা গেছে।

উল্লেক্ষ্য, ২০১৮ সালের ১৮ মে কুয়াকাটা সৈকতের কাছে এই ধরনের একটি তিমি মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

ওয়াই এ / এস এস