ন্যাভিগেশন মেনু

কক্সবাজারে রাখাইন একতা সংঘের মাস্ক বিতরণ


করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রাখাইন একতা সংঘের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসকের দেওয়া পরিবেশবান্ধব কাপড়ের মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের বিভিন্ন বৌদ্ধ বিহার, বড় বাজার, চাউল বাজার, পশ্চিম মাছবাজার রাখাইন পাড়া, পূর্ব মাছবাজার রাখাইন পাড়া, বৌদ্ধ মন্দিরস্থ ক্যাং পাড়া, গোলদিঘির পাড় এলাকা, বৈদ্যঘোনাস্থ রাখাইন পাড়া, টেকপাড়া ও বার্মিজ মার্কেট এলাকা রাখাইন সম্প্রদায়ের মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়।

এ সময় সবাইকে পরিবেশের জন্য ক্ষতিকারক সার্জিক্যাল মাস্ক পরিহার করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাখাইন একতা সংঘের উপদেষ্টা মং থেন য়াইন, জ জ রাখাইন, জ জ ইয়ুদি, জহিন রাখাইন, সভাপতি উসেন থোয়েন (উসেনমি বাবু), সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ওয়ান শে, মং ক্য উ (আবুরী), নাই নাই, ওয়ান ওয়ান, মং মং, থেন থেন, মং হ্লা থেন, উহ্লাজ (সানজু), কাইন ক্য হ্লা, থেন সে মং, ওয়ান জ মং, কমং টেন, নিং থেন, উহ্লা ওয়ান প্রমূখ।

মাস্ক বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জেলা প্রশাসক মো. কামাল হোসেনের গৃহীত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কক্সবাজার জেলা প্রশাসকের সকল মানবিক কার্যক্রমের সাথে রাখাইন একতা সংঘ সবসময় পাশে থাকবে।

এর আগে সংগঠনের সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে মাস্ক দেয়া হয়।

এস এ আম/এস এ /এডিবি