ন্যাভিগেশন মেনু

মেট্টোরেলের আরও ৪ ইঞ্জিন ৮ কোচ মোংলা বন্দরে পৌঁছেছে


জাপানের কোবে বন্দর থেকে মেট্টোরেলের আরও চারটি ইঞ্জিন ও আটটি কোচ নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে এম ভি এস পি এম ব্যাংকক জাহাজ।

শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে জাহাজটি ভিড়ে।

এ বিষয়ে জাহাজটির স্থানীয় শিপিং অ্যাজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘পঞ্চম দফায় জাপানের কোবে বন্দর থেকে এম ভি এস পি এম ব্যাংকক জাহাজে শনিবার চারটি ইঞ্জিন ও আটটি কোচ এসেছে। এগুলো খালাস শেষে নদীপথে উত্তরার দিয়াবাড়ীতে পাঠানো হবে।’

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, ‘সর্বপ্রথম গত ৩১ মার্চ এম ভি এস পি এম ব্যাংকক জাহাজে মেট্টোরেলের ছয়টি কোচ আসে। তারপর থেকে ধারাবাহিকভাবেই ইঞ্জিন ও কোচ আসছে এ বন্দর দিয়ে।’

এর আগে চারটি বিদেশি জাহাজে সর্বমোট ৩৪টি মেট্রোরেলের বগি মোংলা বন্দরে এসে পৌঁছায়। এসব বগি সংযোজন হয়ে ইতোমধ্যে বাস্তবে রূপ নিয়েছে মেট্রোরেল। গত ২৯ আগস্ট উত্তরা থেকে পল্লবী পর্যন্ত স্বপ্নের মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়।

এমআইআর/এডিবি/