ন্যাভিগেশন মেনু

মেসির গোলের পরেও হেরে গেলো ​বার্সেলোনা


লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন ফিকে হয়ে গেল লিওনেল মেসিদের বার্সেলোনার। স্প্যানিশ লা লিগার ৩৭তম ম্যাচে সেলতা ভিগোর কাছে ২-১ ব্যবধানে হেরে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেল রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

রবিবার (১৬ মে) ঘরের মাঠে ২৮তম মিনিটের হেডের মাধ্যমে গোল তুলে নেন লিওনেল মেসি। যা চলতি মৌসুমে স্প্যানিশ লিগে আর্জেন্টাইন মহাতারকার ৩০তম গোল।

বার্সা অধিনায়কের গোলের স্বস্তি বেশি সময় স্থায়ী হয়নি। ১০ মিনিট পরেই গোল শোধ করেন সান্তি মিনা।

সমতা নিয়ে বিরতিতে যায় সফরকারীরা। এই ম্যাচে জয় ছাড়া কোনও উপায় ছিল না বার্সেলোনার। তাই গোল করার চেষ্টা চালাতে থাকে মেসির দল।

ম্যাচের ৮৩তম মিনিটে বার্সা ডিফেন্ডার ক্লিমেন্ট লেঙ্গলেটকে লালকার্ড দেখতে হয়। ১০ জনের দল পেয়ে ৮৯ মিনিটে নিজের ও সেলটা ভিগোর দ্বিতীয় গোলটি তুলে নেন স্প্যানিশ ফরোয়ার্ড মিনা।

৩৭ ম্যাচ পর ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়েছে বার্সা। একই রাতে জয় তুলে ৮৩ ও ৮১ পয়েন্ট নিয়ে যথাক্রমে প্রথম স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ ও দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ওআ/