ন্যাভিগেশন মেনু

মেসির হ্যাটট্রিকে বার্সার বড় জয়


লিওনেল মেসি। কেউ বলেন ক্ষুদে জাদুকর, কেউবা ফুটবলের রাজপুত্র। তবে কোথায় যেন ছন্দপতন। অবিশ্বাস্যভাবে ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক সময়গুলো পার করছিলেন তিনি।

ইউরোপীয় ক্লাব ফুটবলে মেসি জাদুতে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো বার্সেলোনা। এইবারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। আর একাই চার গোল করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

দলকে লিগ টেবিলের টপে তুলতে পুরো দায়িত্বটাই এদিন নিজের কাধে নিয়ে নিলেন মেসি। ১৪ মিনিটে ইভান রাকিতিচের বাড়ানো বল থেকে গোল উৎসব শুরু আর্জেন্টাইন তারকার।

৩৭ মিনিটে ভিদালের পাস থেকে এইবারের এই চার ডিফেন্ডারকে কেয়ারই করেননি মেসি। করলেন নিজের জোড়া পূরণ।

এরপর বিরতির আগেই লা লিগায় নিজের ৩৬তম হ্যাটট্রিকের মালিক হন ফিফার বর্ষসেরা তারকা। 

জটলা থেকে গোল করে চলতি লা লিগার চার হ্যাটট্রিকের তিনটারই মালিক বনে যান তিনি।

সেকেন্ড হাফে বার্সাকে লম্বা সময় আটকে রেখেছিলো এইবার গোলকিপার। কিন্তু ৮৭ মিনিটে মেসি নিজের চতুর্থ গোল করেন।

এর দুই মিনিট পরই নতুন খেলোয়াড় মার্টিন ব্র্যাথওয়েটের শট ফেরান দিমিত্রোভিচ। আর্থার সুযোগ বুঝে জালে বল ঠেলে দেন।

ওআ/এডিবি