NAVIGATION MENU

মেহেরপুরে সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদ


মেহেরপুরে সমাজসেবা কার্যালয়ে ডিবিসি চ্যালেনের জেলা প্রতিনিধি আবু আখতার করণ  ও বিডি রয়টার্সের জেলা প্রতিনিধি জাকির হোসেনকে মারধর ও ক্যামেরা ভাংচুরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুরের সাংবাদিকরা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টানা সাতদিনের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে মেহেরপুরের সাংবাদিকরা মেহেরপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মৌনমিছিলে অংশ নেয়। জেলার তিন উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স গণমাধ্যমের সকল সাংবাদিককর্মী এই আন্দোলন কর্মসূচিতে অংশ নেয়।

সিনিয়র সাংবাদিক রুহুল কুদ্দুস টিটোর নেতৃত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন - এস এ টিভির জেলা প্রতিনিধি ফজলুল হক মন্টু, বিটিভির জেলা প্রতিনিধি আলামিন হোসেন, বাংলাভিশনের দক্ষিন-পশ্চিমাঞ্চলের প্রতিনিধি তুহিন আরন্য, কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইয়াদুল মোমিন, ইত্তেফাকের প্রতিনিধি মাহাবুব চাদু, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আতিক স্বপন, মাইটিভি প্রতিনিধি মাহাবুব আলম প্রমুখ।

এর আগে গত রবিবার মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের কর্তৃক দুইজন সাংবাদিক তথ্যগ্রহনের জন্য তার অফিসে গেলে তাদের একটি কক্ষে আটকিয়ে মারধর করে ক্যামেরা ভাংচুর করা হয়। এই ঘটনার বিচার চেয়ে গত ৮ দিনেও কোন প্রতিকার না পাওয়ায় সাংবাদিকরা ৭ দিনের এই প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে। আগামীকাল সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে সাংবাদিকরা রাস্তায় মৌন মিছিল করবে।

এমএইচজে/ ওয়াই এ/এডিবি