ন্যাভিগেশন মেনু

মেহেরপুরে স্বামী হত্যা: স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন


মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে আলম হত্যার দায়ে স্ত্রীসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রিপতি বিশ্বাস এই দণ্ডাদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলো- নিহত আলমের স্ত্রী ও জেলার গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আহসান আলীর মেয়ে সাফিয়া খাতুন। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আসির উদ্দিন মণ্ডলের ছেলে খোকন, একই উপজেলার শংকর চন্দ্রপুর গ্রামের টেঙ্গর ওরফে হোসেন আলীর ছেলে মুকুল ও আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আসাদুল।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৩১ জুলাই বলিয়ারপুর গ্রামের একটি পাট ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহত আলমের পরিবার মর্গে গিয়ে লাশ শনাক্ত করে। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত বাদী হয়ে ৭-৮ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর চারজনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, আলমের স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে।

এস এ/ওআ