ন্যাভিগেশন মেনু

মোংলায় বিপুল পরিমান জেলিপুশকৃত চিংড়ি ও অবৈধ তেল আটক


গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমান জেলিপুশকৃত চিংড়ি ও অবৈধ তেল আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশান রূপসা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য মান নিয়ন্ত্রন কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ৫৬০ কেজি জেলি পুশকৃত চিংড়ি আটক করে এবং জেলি পুশকৃত চিংড়ি প্রক্রিয়াজাত করার কারনে চারটি কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

অপর এক ঘটনায় সোমবার রাত ১টায় মোংলা থানার সাইলো জেটি এলাকায় হাড়বাড়িয়া বিসিজি স্টেশন কর্তৃক অভিযান চালিয়ে তিন চোরাচালানীসহ ১ হাজার ৫৫০ লিটার অবৈধ ডিজেল ও একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকতার্ এম ফয়সাল হক জানান, ‘কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।’

এস/এমআইআর/এডিবি