ন্যাভিগেশন মেনু

মোংলায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় খুশি শিক্ষার্থীরা


প্রায় দেড় বছর পর সারাদেশের মতো বাগেরহাটের মোংলায়ও খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর স্কুলে যেতে পেরে যারপরনাই খুশি শিক্ষার্থীরা।

রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার আগেই শিক্ষার্থীরা অভিভাবকের হাত ধরে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়েছে। পাঠদান কার্যক্রম প্রস্তুতি ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করতে সাজানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও শ্রেণিকক্ষ।

মোংলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস বলেন, 'করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়। সংক্রমণ কিছুটা কমে আসায় সারাদেশের মত োমোংলায় প্রথম ধাপে ৭২টি প্রাথমিক, ২৮টি মাধ্যমিক, চারটি উচ্চ মাধ্যমিক ও ১৩টি মাদরাসা খুলেছে।'

তিনি আরও জানান, পাঠদান শুরুর আগে ১০ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষক্ষার্থীদের অবহিত করা হবে।

এসএমএস/এডিবি/