ন্যাভিগেশন মেনু

মোদিকে নিয়ে ফেসবুকে কটূক্তি, ঠাকুরগাঁওয়ে তরুণ গ্রেপ্তার


স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন বানচাল করার জন্য বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃণা-বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কটূক্তি করে ভিডিও আপলোডের অভিযোগে ঠাকুরগাঁও জেলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরআগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন যে কোন মূল্যে ঠেকানোর ঘোষণা দিয়েছিল ইসলামপন্থি দলসহ প্রগতিশীল ছাত্র জোট। প্রগতিশীল ছাত্র জোটের মশাল মিছিল থেকে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি অনিক বলেছিলেন, নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন।

আমরা বাংলাদেশের জনগণ এবং আমাদের সহযোদ্ধাদের নিয়ে মোদিকে ঠেকাব এবং তার এদেশীয় দালাল সরকার হাসিনাকে উৎখাত করব।

এদিকে মোদি বিরোধীতাকারীদের উদ্দেশ্যে ঢাকা মেট্রো পলিটন পুলিশের-ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার (পুলিশের বিশেষ শাখার প্রধান) মো. মনিরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে সামনে রেখে যারা মোদি বিরোধী মিছিল-মিটিং করছে কিংবা করবে তাদের বিরুদ্ধে পুলিশ শক্তভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, যারা এসব মিছিল-মিটিং করবে তাদের শুভবুদ্ধির উদয় হবে। অন্যথায় শক্তভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে রাজনৈতিক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ভিভিআইপিরা আসবেন তাই রাজনৈতিক কোনো কর্মসূচি না দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

ঠাকুরগাঁও জেলায় শনিবার বিকালে জেলা শহরের মন্দিরপাড়ার একটি ছাত্রাবাস থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হুমায়ুন কবির (১৮) বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ধনীবস্তি  গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সাম্প্রদায়িক অস্থিরতা ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিম উদ্ধার করা হয়েছে।

ঠাকুরগাঁও  থানার ওসি  তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রবিবার তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

এস এস