ন্যাভিগেশন মেনু

সড়কের পাশে পড়ে আছে মেছো বাঘের মৃতদেহ


গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশে একটি মেছোবাঘের মৃতদেহ পড়ে রয়েছে। বাঘটির গায়ের রং এবং দাগ দেখে এলাকাবাসী এটাকে চিতা বাঘ বলছে। তবে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক প্রাণীটির ছবি দেখে এটাকে মেছো বাঘ বলে নিশ্চিত করেছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) শ্রীপুর পৌরসভার লোহাগাছ গ্রামের রাজাবাড়ি- শ্রীপুর (ফোরকানিয়া মাদ্রাসা সংলগ্ন) সড়কের পাশে বাঘটি পড়েছিল।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সকালে এলাকার লোকজন বের হলে রাজাবাড়ি- শ্রীপুর সড়কের ফোরকানিয়া মাদ্রাসার কাছে বাঘের মৃতদেহটি দেখত পায়। ওই প্রাণিটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘন কুয়াশার কারণে সড়কে চলাচলকারী কোন গাড়ির সাথে ধাক্কা লেগে রাতে বাঘটি মারা যেতে পারে বলে ধারণা করছে লোকজন। স্থানীয় উৎসুক জনতা প্রাণীটি এক নজর দেখার জন্য ভিড় জমায়। মৃত বাঘটি দেখার পর আশেপাশের এলাকার মানুষের মধ্যে বনে চিতা বাঘ থাকার একটা আতঙ্ক দেখা দিয়েছে।

বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটর পরিদর্শক অসিম মল্লিক জানান, ছবি দেখে মনে হচ্ছে এটি মেছো বাঘ। প্রাণীটির বয়স হবে প্রায় ৩ বছর। এরা সাধারণত নিশাচর প্রাণী এবং বনে থাকা ইঁদুর, সাপ, ব্যাঙ এবং জলাশয়ের মাছ ধরে খায়। সাধারণত রাতের বেলায় এরা খাবারের সন্ধানে বন-জঙ্গল বা জলাশয়ে বের হয়। এরা সাধারণত দিনের বেলা লোকালয়ে বের হয় না।

সিবি/ওআ