ন্যাভিগেশন মেনু

মোদির সঙ্গী ময়ূর


ময়ূরকে সঙ্গী করে "জীবে প্রেমের" বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেন নরেন্দ্র মোদির বাহন ময়ূর। হঠাৎ করে ছবিটা দেখলে এমনই মনে হতে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ময়ূরের ভিডিয়ো প্রকাশ করে ফের স্বামী বিবেকানন্দের বার্তা দিলেন প্রধানমন্ত্রী।

তাঁর লোক কল্যাণ মার্গের বাসভবন থেকে কার্যালয় যাওয়ার দৃশ্য এবং সকাল বেলার শারীরিক কসরতের ভিডিয়োর কিছু অংশ সকলের সামনে এনে "জীবে প্রেমের"বার্তা দিলেন নমো।

ভিডিয়োর একটি দৃশ্যে দেখা যায়, নরেন্দ্র মোদী ময়ূরকে খাওয়াচ্ছেন। অন্য দৃশ্যে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর পাশে শান্ত হয়ে বসে রয়েছে ভারতের জাতীয় পাখি। হেঁটে আসছেন নরেন্দ্র মোদী, আর পেখম তুলে দাঁড়িয়ে আছে ময়ূর। এভাবেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন দেশের প্রধানমন্ত্রী।

"বিন সুর-স্বর সন্দেশ/ মোর চহকতা,মোর মহকতা" শেষ লাইনে একথা লিখে সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। তবে জাতীয় পাখিকে খাওয়ানো এবং সেই মুহুর্তের ভিডিয়ো প্রকাশ্যে এনে সকল জীবকে ভালোবাসা এবং ঝগড়া, বিবাদের মাঝেও প্রেমের বার্তা দিলেন নরেন্দ্র মোদী।

আসলে এই দৃশ্য প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গের বাড়ির রোজনামচা। পাখি প্রেমী নরেন্দ্র মোদির ভবনে রয়েছে চাবুত্রা। যেখানে বাসা বানিয়ে থাকতে পারে পাখিরা।

এস এস