ন্যাভিগেশন মেনু

মোহাম্মদপুরে দেশিয় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের ১১ সদস্য আটক


রাজধানীর মোহাম্মদপুর থেকে দেশিয় অস্ত্রসহ কিশোরগ্যাংয়ের ১১ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রবিবার (২৩ মে) দুপুরে র‍্যাব-২ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ রোডের শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ২নং গেইটের সামনে এবং বেড়িবাঁধ রোডের আজিজ খান রোড এলাকায় পৃথক দুটি অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক আসামিদের মধ্যে কিশোরগ্যাং “পাটালী” গ্রুপের তিনজন সদস্য হলো - মো. শরিফুল ইসলাম ওরফে পিয়াল (২২), মো. আলী হোসেন (১৯) ও মো. চাঁন মিয়া (১৯)।

আরেক কিশোরগ্যাং “অ্যালেক্স ইমন” গ্রুপের আট সদস্য হলো - মো. রাব্বি ইসলাম ওরফে আকাশ (১৬), মো. রনি খান (১৪),  মো. আরিফ হোসেন ওরফে রিফাত (১৪), মো. আবির (১৩), মো. রনি (১৬), মো. সাগর (১৫), রায়হান (১৬) ও মো. রবিউল ইসলাম (১৫)। অভিযানে তাদের কাছ থেকে ৩টি লম্বা ছুরি, ২টি চাকু, ২টি লোহার তৈরি ছুরি, ৪টি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকরা ছিনতাই ছাড়াও মাদক সেবন, খুচরা মাদকের কারবার, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং আধিপত্য বিস্তারের নেশায় মারামারি করে।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওয়াই এ/এডিবি/