ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে তথ্য অধিকার দিবসে বিতর্ক প্রতিযোগিতা


মৌলভীবাজারে আলোচনাসভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতার মধ্যদিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা।

এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান, জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত।

আলোচনাসভা শেষে তথ্য অধিকার বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সদর উপজেলার দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত খানম নওশীন, তাওফিকা মুজাহিদ, তুলনা ধর তুষ্ঠি আর রানার্সআপ হয়েছে কুলাউড়া উপজেলার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীরা।

পিডি/এডিবি/