ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সমন্বয়সভা


মৌলভীবাজার পৌরশহরকে যানযটমুক্ত, পথচারী চলাচলে ফটপাত দখলমুক্ত, সুষ্টু বাজার ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন পৌরএলাকা গড়ে তুলতে বিশেষ আইনশৃঙ্খলা সমন্বয় সভা করেছে পৌরসভা।

সভার সিদ্ধান্ত অনুযায়ি আগামী ৭ সেপ্টেম্বর থেকে শহরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হবে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পৌর কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্টিত হয়।

পৌর মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।

সভায় স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী, সাংবাদিক, পরিবহন শ্রমিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, নান্দনিক পরিচ্ছন্ন শহর গড়তে হলে শহরের চৌমুহনা, সাইফুর রহমান রোড, পশ্চিমবাজার, কুসুমবাগ পয়েন্ট ও শ্রীমঙ্গল সড়ককে যানজটমুক্ত করতে হবে। যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। শহরের প্রতিটি সড়কের ফুটপাত দখলমুক্ত করে ভাঙ্গা স্লাব পরিবর্তন করে পথচারী চলাচল উপযোগী স্লাব বসাতে হবে। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান করতে হবে। ভাসমান ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ঠ স্থান করে দিতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ও বিচ্ছিন্নভাবে ময়লা-আবর্জনা ও দোকানে বর্জ্য ফেলা বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

পৌর মেয়র ফজলুর রহমান বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং ফুটপাত দখলমুক্ত করতে পৌর কাউন্সিলরদের নেতৃত্বে ৩টি টিমের মাধ্যমে ৭ সেপ্টেম্বর থেকে কাজ  শুরু করবে পৌরসভা। আর পহেলা অক্টোবর থেকে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানকে নিজ দোকানের ময়লা আবর্জনা পলিথিন ব্যাগে রাখতে হবে। এই ব্যাগ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন রাতে নিয়ে আসবেন। পৌরসভার পক্ষ থেকে পলিথিন ব্যাগ ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হবে। ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্ন শহর গড়তে কঠোর অবস্থানে যাবে পৌর কর্তৃপক্ষ। এ ব্যপারে ব্যবসায়ীসহ পৌরসভার সকল নাগরিকের সহযোগিতা চান মেয়র।

পিডি/এডিবি/