ন্যাভিগেশন মেনু

ম্যানসিটিকে হারিয়ে ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি


ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমের শিরোপা নিজেদের করে নিয়েছে চেলসি। এটি ব্লুজদের দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

শনিবার (২৯ মে) রাতে পর্তুগালের ক্লাব পোর্তোর ঘরের মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়ে মুখোমুখি হয় দুই ইংলিশ জায়ান্ট।

দলের হয়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপের চ্যাম্পিয়ন হয় ইংলিশ ক্লাবটি।

গেল আসরে পিএসজিকেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন টুখেল। তবে সেবার নেইমার-এমবাপ্পেরা টুখেলকে শিরোপা এনে দিতে পারেননি। এবার সেই সাধ পূরণ হলো টুখেলের। সেই সঙ্গে ইউরোপ সেরা প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো ফাইনালে উঠে দুবারই শিরোপা জিতেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

ম্যাচে ৬১ শতাংশ সময় বল দখলে রেখেও একের পর এক প্রতিপক্ষের শিবিরে আক্রমণ শাণিয়েও চেলসির রক্ষণদূর্গ ভাঙতে পারেনি গার্দিওলার শিষ্যরা। বিপরীতে প্রথমার্ধের ৪২ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় চেলসি।

গোলরক্ষক মেন্ডির বাড়ানো বল মাঝমাঠে পেয়ে সুযোগ বুঝে হাভার্টজের উদ্দেশ্যে লম্বা করে পাস দেন ম্যাসন মাউন্ড। অন্যদিকে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন ম্যানসিটির গোলরক্ষক এদেরসন। কিন্তু এদেরসনকে ফাঁকি দিয়ে বল জালের ঠিকানায় পাঠিয়ে দেন হাভার্টজ। আর তাকে গ্যালারিতে জেগে উঠে নীল সমুদ্রের ঢেউ।

পিছিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে বড় ধাক্কা খায় ম্যান সিটি। রুডিগারের ফাউলে চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন সিটি অধিনায়ক কেভিন ডি ব্রুইনা। বদলি হিসেবে গ্যাব্রিয়েল জেসুসকে নামিয়েও ফল পাননি গার্দিওলা।

ওআ/