ন্যাভিগেশন মেনু

ম্যানসিটির শিরোপা অপেক্ষা বাড়ালো চেলসি


ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমে গোল করেও হেরেছে ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে প্রথমে এগিয়ে গেলেও ২-১ ব্যবধানে ম্যাচ হেরে শিরোপা উদযাপন করা হয়নি পেপ গার্দিওলার দলের।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ দুই দল ফাইনাল খেলবে। ২৯ মে ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক পার্কে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এই দুই দলই ফের মুখোমুখি হবে। তার আগে প্রস্তুতিটা ভালোই সেরে নিল স্টামফোর্ড ব্রিজ শিবির। সপ্তমবারের মতো ইংল্যান্ডে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ম্যানসিটির এখন দরকার মাত্র তিন পয়েন্ট।

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৪৪ মিনিটে স্ট্যালিংয়ের গোলে ম্যানসিটি এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেলে চেলসি। ৬৩ মিনিটে সমতায় ফেরে তারা। হাকিম জিএস গোলটি করেন।

জিতলেই প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়ে যেতো ম্যানচেস্টার সিটির। কোচ পেপ গার্দিওলার দল নিজেদের মাঠে অতিথি চেলসির কাছে হারলো ২-১ গোলে। এতে করে শিরোপা অপেক্ষাটা বেড়ে গেলো ইতিহাদ শিবিরের।

ওয়াই এ/এডিবি/