ন্যাভিগেশন মেনু

ম্যারাডোনার মস্তিষ্কের সফল অস্ত্রোপচার সম্পন্ন


আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। রক্তক্ষরণের কারণে মস্তিষ্কে জমাটবাঁধা রক্ত অপসারণে এ অস্ত্রোপচার করাতে হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলডো লুক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বিশেষায়িত একটি ক্লিনিকে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ ব্যাপারে তার চিকিৎসক লুক বলেছেন, ‘আমরা সফলভাবে জমাটটা অপসারণ করতে পেরেছি। দিয়েগো এই অস্ত্রোপচার ভালোভাবে সামলেছেন। অবস্থা এখন নিয়ন্ত্রণে। রক্ত চলাচলে একটি নালি করে দেওয়া হয়েছে। তিনি এখন পর্যবেক্ষণে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘ডিয়েগোর অবস্থা এখন নিয়ন্ত্রণে। শরীরে কিছু জটিলতা আছে, যেগুলো কাল হয়তো নিরীক্ষণ করা হবে। তার হাসপাতালে থাকা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর। তবে তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াটা দ্রুত গতিতে এগুচ্ছে। সার্জারির পর যেভাবে সে সাড়া দিয়েছে, তা আশাব্যঞ্জক।’

এরআগে অসুস্থতা বোধ করার পর সোমবার ম্যারাডোনাকে প্রথমে ভর্তি করা হয়েছিলেন দক্ষিণ বুয়েন্স আয়ার্সের লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে। তখন তার মাঝে রক্তশূন্যতা, পানিশূন্যতা, অবসাদের শারীরিক জটিলতাগুলো ছিল।

এরপর মঙ্গলবার এমআরআই করালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় বুয়েন্স আয়ার্সের উত্তরাঞ্চলের বিশেষায়িত হাসপাতালটিতে।

এমআইআর/ওআ