ন্যাভিগেশন মেনু

ম্যালেরিয়ায় এ বছর দ্বিগুন লোকের মৃত্যু হতে পারে


করোনাভাইরাস মাহামারি ঠেকাতে বেশি গুরুত্ব দেওয়ায় অন্য রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে আগেই আশংকা করা হচ্ছিল। এরই মধ্যে আফ্রিকার চিকিৎসকরা এ বিষয়ে সতর্ক করে দিয়েছন।

আফ্রিকার চিকিৎসকরা হুশিয়ার করে দিয়েছেন যে, করোনা মহামারিকে প্রাধান্য দেওয়ার কারণে আফ্রিকায় ম্যালেরিয়া রোগে এ বছর দ্বিগুন লোকের মৃত্যু হতে পারে।

এ ছাড়াও যক্ষা, এইডস'র মতো বিভিন্ন রোগের সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে বলে তারা আশংকা করছেন।

চিকিৎসকেরা হুশিয়ার করে বলেন, করোনা মহামারি সঙ্কট ও লকডাউন জারি করার পর, যক্ষা, ম্যালেরিয়া ও এইডস রোগের বিরুদ্ধে কার্যক্রম ব্যাহত হয়েছে।

এইডস রোগ বিশেষজ্ঞ ডাক্তার সেলিম আব্দুল করিম ভয়েস অব আমেরিকাকে বলেন, স্বাস্থ্য কেন্দ্রে যেতে এখন রোগীরা ভয় পাচ্ছেন, তাই রোগীর সংখ্যা আমরা কমতে দেখেছি। এখন আমাদের গভীর উদ্বেগ যে, করোনা মহামারির মোকাবেলা করতে গিয়ে বহু বছরের সফলতা হয়তোবা ম্লান হয়ে যেতে পারে।

এডিবি/