ন্যাভিগেশন মেনু

মৎস্য সরবরাহ অব্যাহত রাখার আহ্বান


করোনা সংকটে মৎস্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও রপ্তানি অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এতে কোন সমস্যা হলে মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ০২-৯১২২৫৫৭ এ অবহিত করলে দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর মৎস্য ভবনে মৎস্য খাতের অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদের সভাপতিত্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ মেরিন ফিশারীজ অ্যাসোসিয়েশন, ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লাইভ এন্ড চিলড ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ফিস হ্যাচারি এন্ড ফার্ম ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর নের্তৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এডিবি/

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন