ন্যাভিগেশন মেনু

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা


যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরকারি জায়গায় বালু মজুদ করার দায়ে সিরাজগঞ্জের চার বালু ব্যবসায়ীকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে অভিযান পরিচালনা করে চৌহালী উপজেলার ওই ব্যবসায়ীদের এই জরিমানা করা হয়। এ সময় প্রায় ২০ লাখ টাকার বালু জব্দ করা হয়েছে।

উপজেলা সদরের জোতপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

অর্থদণ্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ীরা হলেন- ওই এলাকার জাহাঙ্গীর হোসেন, মাহাবুব আলী, শুকুর আলী ও ফখরুল ইসলাম ফকু। একই সঙ্গে এক বালু শ্রমিককে দুই হাজার টাকা জরিমানা করা হয় এসময়।

চৌহালী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আলতাফ হোসেন জানান, জোতপাড়া বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনে জড়িত চার ব্যবসায়ী এবং একজন শ্রমিককে আটক করা হয়। 

এসময় সরকারি জায়গায় রাখার দায়ে প্রায় পাঁচ লাখ সিএফটি বালু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আফসানা ইয়াসমিন চার বালু ব্যবসায়ীকে ৫০ হাজার করে মোট দুই লাখ টাকা এবং এক শ্রমিককে দুই হাজার টাকা জরিমানা করেন বলেও জানান তিনি। 

সিবি/ওআ