ন্যাভিগেশন মেনু

যমুনা সার কারখানা থেকে রসায়নবিদের মরদেহ উদ্ধার


জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা সারকারখানার ভেতর থেকে কারখানার উপ-প্রধান রসায়নবিদ শহিদুল ইসলামের (৫৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ জানুয়ারি) সকালে যমুনা সারকারখানার কারিগরি বিভাগের উত্তর পশ্চিম কর্নার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খামারগাঁও গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, শহিদুল ইসলামের রাত্রিকালীন ডিউটি থাকায় শনিবার রাত ১১টার দিকে তিনি কর্মস্থলে যান। পরে রবিবার সকালে কারখানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা ডিউটিতে গেলে ল্যাবরেটরির পাশে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমএএম/ ওয়াই এ/এডিবি