NAVIGATION MENU

যশোরে কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণের বারসহ আটক ১


যশোরে এক কোটি ৯ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী চেকপোস্টে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।

আটককৃত চোরাকারবারীর নাম আশিকুর রহমান। সে যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেওলী গ্রামের সৈয়দ আলীর ছেলে।

বিজিবির যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান,  আমড়াখালী এলাকায় যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এক যাত্রীর নিকট থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক চোরাকারবারির বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওয়াই এ/এডিবি