NAVIGATION MENU

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে সুরক্ষিত নির্বাচন: সিআইএসএ


যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে দেশটির ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন বলে জানিয়েছেন সাইবারসিকিউরিটি এবং অবকাঠামো সুরক্ষা সংস্থা (সিআইএসএ)।

সিআইএসএ জানায়, নির্বাচনে কারচুপির যে অভিযোগ ট্রাম্প করছেন, তার কোন প্রমাণ পাওয়া যায়নি । ভোটিং সিস্টেম মুছে ফেলা অথবা ভোট চুরি, ভোট পরিবর্তনের এমন ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় রাতে এক যৌথ ঘোষণা দেয় ডিপার্টমেন্ট অব হোম সিকিউরিটি ও ফেডারেল নির্বাচন কমিশন। সংস্থাটি এবারের নির্বাচনের সাইবার নিরাপত্তার দায়িত্বে ছিলো।

এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, তার ২৭ লাখ ভোট নষ্ট করা হয়েছে। যদিও এ বিষয়ে কোনও প্রমাণ দিতে পারেননি তিনি।

সিবি/এডিবি