যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে আব্দুর রাজ্জাকের দল পাওয়ার পর একই লিগে ডাক পড়েছে মাশরাফিরও। ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছে টি-টেন মাস্টার্সের ফ্র্যাঞ্চাইজি ডেট্রয়েট ফ্যালকনস।
যুক্তরাষ্ট্রের এই টি-টেন লিগ শুরু হবে আগামী ৮ নভেম্বর থেকে, চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টে দল পেয়েছেন আরিফুল হক, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র, আরাফাত সানি, আল-আমিন হোসেন ও সৈয়দ রাসেল।
যুক্তরাষ্ট্রের এই লিগের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে চলেছে এবার যেখানে অংশ নিবে ৬ টি দল। ডেট্রয়েট ছাড়া বাকি দলগুলো হলো মরিসভিল ইউনিটি, দ্য শিকাগো প্লেয়ার্স, ক্যালিফোর্নিয়া বোল্টস, নিউইয়র্ক ওয়ারিয়র্স, আটলান্টা রাইডার্স।