ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রের টেনেসিতে বন্যায় ২২ জনের মৃত্যু


যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের পশ্চিমে ৯০ মিনিট দুরত্বে গ্রামাঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ২২ জনের মৃত্যু ও দুই ডজনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

রবিবার (২২ আগস্ট) এই ভয়াবহ বন্যার তোড়ে হামফ্রেইস কাউন্টি এবং তার আশেপাশের গ্রামীণ এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও সিএনএন।

টেনেসি অঙ্গরাজ্যের ওয়াভারলি শহরের পুলিশ ও অগ্নিনির্বাপণ দফতরের প্রধান গ্রান্ট গিলেস্পি স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, ‘দুর্যোগের কারণে গত কয়েকদিনে আমরা বিপর্যয়কর ক্ষতি ও প্রাণহানির মুখোমুখি হয়েছি।’

হামফ্রেস কাউন্টি ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যাজেন্সি জানায়, বন্যায় মারা যাওয়া ২২ জনের জনের মধ্যে ২০ জনই প্রাণ হারিয়েছেন ওয়াভারলি শহরে। এছাড়া অন্য একজনের মৃত্যু হয়েছে কাউন্টির অন্য আরেকটি স্থানে।

এদিকে বন্যার কারণে ওই অঞ্চলটিতে এখনও দুই ডজনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। বন্যার ফলে পার্কিং করে রাখা গাড়িগুলি ভেসে যায়। ঘরবাড়িতে পানি ঢুকে জিনিষপত্র নষ্ট হয়ে গেছে। গাছ পড়ে  বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে।  শনিবার ট্রেস ক্রিক উপত্যকায় ১৫ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, যা এলাকার জন্য একটি রেকর্ড।

টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী নাশভিলে আলাদা এক সংবাদ সম্মেলনে গভর্নর বিল লি জানান, ওয়াভারলি শহরে মানুষের জীবনের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের বাড়ি-ঘর ও গাড়ি কার্যত ভেসে গেছে।

রেড ক্রস এবং ন্যাশনাল গার্ড বন্যা কবলিত অঞ্চল থেকে ৪ হাজার বাসিন্দাকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্র নিয়ে গেছে। তাদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

এডিবি/