ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে করোনা টিকার বুস্টার ডোজ শুরু


যুক্তরাষ্ট্রে ৬৫ বছরের বেশি বা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কোভিড-১৯ বুস্টার টিকা পাওয়ার যোগ্যদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অতিরিক্ত সুরক্ষার জন্য দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) লাখ লাখ বয়স্ক বা স্বাস্থ্যগত ভাবে ঝুঁকিপূর্ণ আমেরিকানদের জন্য বুস্টার ডোজ সমর্থন করার পর তিনি এই আহ্বান জানান।

গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ রোগীদের, বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের তৃতীয় ডোজ দেওয়ার অনুমোদন দেওয়া হয়।

কোভিড-১৯-এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন পর্যায়ের ব্যাপক টিকাদান অভিযান শুরু করেন সিডিসি'র পরিচালক ড. রোশেল ওয়ালেনস্কি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিনশেষে উপদেষ্টাদের একটি প্যানেলে ৬৫ বছর বা তার বেশি বয়সের লোকদের জন্য ফাইজারের কোভিড বুস্টার ডোজ সুপারিশ করেছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)।  প্রেসিডেন্ট বাইডেন এই সিদ্ধান্তের প্রশংসা করেন এবং টিকার বিষয়ে যে কোন অস্বস্তি দূর করার লক্ষ্যে তিনি শিগগিরই নিজের বুস্টার টিকা নিবেন।

বাইডেন বলেন, ‘আমার বয়স ৬৫ বছরের বেশি এটা মেনে নেওয়া শক্ত তবে আমি কিন্তু বুস্টার ডোজ পাবো। এটা একটা কঠিন কাজ ,তাই নয় কি?’

উপদেষ্টারা বলেছিলেন, ৬৫ বছর বা তার বেশি বয়সি, নার্সিংহোমে যারা বাস করেন এবং ৫০ থেকে ৬৪ বছর বয়সি যাদের ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য সমস্যা রয়েছে তাদের বুস্টার টিকা দেওয়া উচিত।

নিউ ইয়র্ক টাইমস জানায়, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তথ্য প্রকাশ করে যে, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন গ্রহণকারীদের চার মাসের মধ্যে হাসপাতালে ভর্তির বিরুদ্ধে সুরক্ষার মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

নতুন গবেষণায় দেখা গেছে, টিকা গ্রহীতাদের দ্বিতীয় ডোজ পাওয়ার দুই সপ্তাহ পর (যা সাধারণত সম্পূর্ণরূপে টিকা হিসাবে বিবেচিত হয়) হাসপাতালে ভর্তি প্রতিরোধে ফাইজার ভ্যাকসিন ৯১ শতাংশ কার্যকর ছিল। যা ১২০ দিন পর এর কার্যকারিতা ৭৭ শতাংশে নেমে এসেছে।

মডার্নার ভ্যাকসিন একই সময়সীমার মধ্যে সুরক্ষায় কোনও ঘাটতি দেখায়নি। এই টিকা গ্রহীতাদের চার মাস পরে হাসপাতালে ভর্তির বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর। যা তার আগে ৯৩ শতাংশ কার্যকার ছিল। সূত্র: ভিওএ

সিবি/এডিবি/