ন্যাভিগেশন মেনু

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব


শ্রীলংকা সফর স্থগিত হয়ে যাওয়ায় ফের যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে বাংলাদেশ ছাড়ছেন তিনি। জাতীয় দলের ক্রিকেটারদের বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দায়িত্বে থাকা ওয়াসিম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার ১ বছরের পর আগামী ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন সাকিব। তাই শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবকে মাঠে ফেরানোর পরিকল্পনা নিয়েছিলেন বিসিবি কর্মকর্তারা।

কিন্তু কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশ দলের শ্রীলংকা সফর স্থগিত হয়ে যাওয়ায় লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) সিরিজ বাতিল হয়ে যায়। আর তাই সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থানরত স্ত্রী উম্মে আহমেদ শিশির ও দুই মেয়ের কাছে চলে যাচ্ছেন।

কোয়ারেন্টিন ইস্যুতে দুই বোর্ডের সমঝোতা না হওয়ায় টাইগাররা শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, ‘সফরের জন্য যে শর্ত চাপিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা, সেটিকে অদ্ভুত বললেও কম হবে। সেগুলো ক্রিকেটের সংস্কৃতির সঙ্গেও যায় না।’

ওয়াই এ/এডিবি