ন্যাভিগেশন মেনু

যে ৫ পরিবর্তনের অনুমোদন দিয়েছে আইসিসি


করেনার কারণে বিশ্ব ক্রিকেটের কিছু নিয়ম বদলানের ঘোষণা দিল আইসিসি। ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি যে প্রস্তাবগুলি দিয়েছিল, সেগুলি কার্যকর করতে সবুজ সঙ্কেত দিয়েছে আইসিসি।

এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ‘টেস্ট ম্যাচে কোনও ক্রিকেটারের শরীরে যদি করোনা সংক্রমণ দেখা যায়, তা হলে তার পরিবর্তন নেওয়া যাবে। তবে টেস্টে এই নিয়ম চালু হলেও ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচে পরিবর্তন নেওয়া যাবে না।’

সাবেক অধিনায়ক অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাবগুলি হলোঃ

১. কভিড-১৯ বদলি

এখন থেকে করোনার উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে বদল করা যাবে। ম্যাচ রেফারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এই নিয়ম শুধু টেস্ট ম্যাচেই প্রযোজ্য হবে।

২. বলে থুতু-লালার ব্যবহারে নিষেধাজ্ঞা

এখন থেকে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বলে থুতু ব্যবহারে থাকছে নিষেধাজ্ঞা। এক্ষেত্রে প্রতি ইনিংসে দু’বার হুঁশিয়ারি দেওয়া হবে। দ্বিতীয়বার সতর্কিত হওয়ার পরেও যদি কোনও দল বলে থুতু ব্যবহার করে, তাহলে বিপক্ষ দল পেনাল্টি হিসেবে পাঁচ রান পাবে।

৩. নিরপেক্ষ আম্পায়ারের বদলে স্থানীয় আম্পায়ারদের ব্যবহার

এখন থেকে আইসিসি এলিট প্যানেল ও আইসিসি আন্তর্জাতিক প্যানেল থেকে আম্পায়ার, ম্যাচ রেফারি বেছে নেওয়া যাবে।

৪. বাড়তি রিভিউ

প্রতি ইনিংসে দু’টি দলই অতিরিক্ত একটি অসফল ডিআরএস নিতে পারবে বলে জানিয়েছে আইসিসি। এলিট প্যানেলের নিরপেক্ষ ম্যাচ রেফারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করবেন।

৫. বাড়তি লোগো

টেস্ট ম্যাচের জার্সিতে বুকের দিকে সর্বোচ্চ ৩২ বর্গইঞ্চি সাইজের লোগো ব্যবহার করার অনুমতি প্রদান করলো আইসিসি। এর আগে শুধু সীমিত ওভারের জার্সিতে বুকে লোগো ব্যবহারের অনুমতি ছিল।

এমআইআর/ এডিবি