ন্যাভিগেশন মেনু

যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা!


পাবনার ঈশ্বরদীতে ঐশি খাতুন (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে শনিবার রাতেই ঐশির মা বাদী হয়ে স্বামী জাহিদসহ ৪ জনকে অভিযুক্ত করে   একটি লিখিত অভিযোগ থানায় জমা দেন।

নিহত ঐশি সাহাপুরের চরআওতাপাড়া গ্রামের মাহাবুল ইসলামের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ১ জানুয়ারি ঐশি খাতুনের সঙ্গে বিয়ে হয় একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের আওতাপাড়া নুরজাহান উচ্চ বিদ্যালয় সংলগ্ন হারুন প্রামাণিকের ছেলে জাহিদ হোসেনের (২৫) সঙ্গে। বিয়ের সময় নগদ টাকাসহ আসবাবপত্র দেওয়া হয় ছেলেকে।  এর কিছু দিন পরপরই আরও টাকা চাইতে থাকে। মেয়ের সুখের কথা চিন্তা করে জামাই জাহিদকে নগদ ৩ লাখ ও ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হয়। তারপরও টাকা চাইতে থাকে। ঘটনার দিন আড়াই লাখ টাকা বাবার বাড়ি থেকে আনতে বললে ঐশি অপারগতা প্রকাশ করলে তার ওপর নির্যাতন শুরু হয়।

অভিযোগ পত্রে আরও উল্লেখ করা হয়, স্বামী জাহিদ, তার মা মরিয়ম বেগম, ভাই মকলেছুর রহমান ও ভাবী রেশমা খাতুন নির্যাতনের পর ঐশিকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ ঘরে ফেলে রেখে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঐশিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়ার পর লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পেটি হাতে পাওয়ার পর জানা যাবে ঐশি আত্মহত্যা করেছে না তাকে মেরে ফেলা হয়েছে।

এস এ/ওআ