ন্যাভিগেশন মেনু

রংপুরে কোমর বেঁধে মাঠে নেমেছেন আলু চাষীরা


এবার রংপুর জেলার আট উপজেলায় বেড়েছে আলু চাষ। মূল্য বিপর্যয়ের শঙ্কায় থাকলেও আলু চাষে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা। বিঘার পর বিঘা জমিতে আলু রোপণ করছেন তারা।

বিশেষ করে, রংপুর জেলার চরাঞ্চলগুলোতে এবার আলু চাষ বেশি করা হচ্ছে। রংপুরের কাউনিয়া, গংগাচড়া, পীরগাছা উপজেলার চরাঞ্চলের বিঘার পর বিঘা জমি এখন আলুর দখলে। এসব চরে নাওয়া-খাওয়ারও সময় নেই কৃষক পরিবারের। তারা সকাল থেকে বিকেল পর্যন্ত আলু চাষের জন্য জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

কৃষকেরা জানান, চরের জমিতে আলু চাষ করলে খরচ কম লাগে। এবার আলুর দাম বৃদ্ধি পাওয়ায় তারা আলু চাষে ঝুঁকে পড়েছেন। তাই ধার দেনা করে জমিতে আলুর চারা রোপণ করছেন। বিএডিসির বীজ আলুর দাম বেশি হওয়ায় তারা বিভিন্ন এনজিও ও বাড়িতে সংরক্ষণ করা বীজ আলু জমিতে রোপণ করছেন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সারোয়ারুল হক বলেন, চাহিদার অতিরিক্ত আলু উৎপাদন করার কোনো প্রয়োজন নেই। আমরা এ বছর আলুর দাম পেয়েছি। এটা কতোদিন স্থির থাকবে সেটা কিন্তু নিশ্চিত না। গত বছর রংপুর জেলায় প্রায় ৫১ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫২ হাজার হেক্টর জমিতে আলু লাগানো হয়েছে। এবার আলু চাষ ৬০ হাজার হেক্টর ছাড়িয়ে যেতে পারে।

রংপুর জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি নজরুল ইসলাম হক্কানি বলেন, 'আবাদ যে করছে, তার ঝুঁকি মোকাবেলায় কৃষকদের পাশে সরকারের প্রণোদনা দেওয়ার পাশাপাশি সার বীজের দাম কমানোর দরকার।'

এফ আর/ এস এ/এডিবি