ন্যাভিগেশন মেনু

রংপুরে চিনিকল চালুসহ ৫ দফা দাবিতে হরতাল বুধবার


রংপুরের শ্যামপুর এলাকায় বন্ধ চিনিকল চালুসহ ৫ দফা দাবিতে বুধবার (২৩ ডিসেম্বর) আধাবেলা হরতালের ডাক দিয়েছে চিনিকল শ্রমিক ও আখ চাষীরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে হরতালের বিষয়টি নিশ্চিত করেন শ্যামপুর চিনিকল এমপ্লিয়জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন।

আখমাড়াই মৌসুমে শ্যামপুর চিনিকলসহ বন্ধ ছয়টি চিনিকল খুলে মাড়াই কার্যক্রম চালুর দাবিতে এই কর্মসূচি দিয়েছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষী কল্যাণ সমিতি।

শ্যামপুর চিনিকল এমপ্লিয়জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমীন বলেন, পনেরোটি চিনিকলের মধ্যে নয়টি চালু করলেও এখনও ছয়টি বন্ধ রয়েছে। তারমধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এটি চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি আদায় না হলে ২৪ ডিসেম্বর থেকে রেলপথ, রাজপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

এর আগে গত ১৯ ও ২০ ডিসেম্বর চিনিকল খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সমাবেশ করেছে আখচাষী ও শ্রমিক কর্মচারী।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকলের মাড়াই বন্ধ রেখে ৯টি চিনিকলের মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশন। লোকসান কমানোর উদ্দ্যেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এইচ আর/ এস এ/এডিবি