ন্যাভিগেশন মেনু

রংপুরে নৈরাজ্য ও লুটতারাজ প্রতিহত করতে মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলন


বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের শোচনীয় পতন হয়েছে। এই স্বৈরাচার আওয়ামী লীগ পতনের পর এক শ্রেনীর দুবৃত্তরা ছাত্র-জনতার গৌরবময় অর্জনকে ¤øান করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের অন্যান্য জায়গার চেয়ে আমরা রংপুরে অনেক ভালো আছি। এরেই মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। 

আমরা কোনরকম নৈরাজ্য, লুটতারাজ বা সনাতন ধর্মালবম্বীদের উপর আঘাত করার কেউ চেষ্টা করলে বিএনপি এখানকার সাধারন মানুষকে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিহত করার হুশিয়ারি দিয়েছেন মহনগর বিএনপি আহবায়ক সামছুজ্জামান সামু ও সসদ্য সচিব মাহফুজ উন নবী ডন। শুক্রবার (০৯ জুলাই ২০২৪) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। একই দিনে দুপর সাড়ে ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে একই দাবীতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য রংপুর মহানগর শাখা। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির লিখিত বক্তব্যের শুরুতে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী  আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করেন, বীর শহীদদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। ৫ আগষ্ট খুনি হাসিনা পতনের পর এক শ্রেনীর দুবৃত্তরা দেশকে অস্থিতিশিল পরিবেশ তৈরী করে নৈরাজ্য ও লুটতারাজ করার চেষ্টা করতেছে। 

এরেই মধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে তারা। দেশের সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। হীন চক্রান্তে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। দলমত নির্বিশেষে সকল ধর্ম-গোত্রের মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়। এসময় জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের সদস্য এ্যাড. মাহমুদুল হাসান সেলিমসহ মমহানগরর বিএনপির অন্যন্য নেতৃবৃন্দ কর্মী-সমর্থরা উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দাবীতে সংবাদ সম্মেলন করেছেন, বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের রংপুর মহানগর শাখা। লিখিত বক্তব্য পাঠ করেন, নাগরিক ঐক্যের মহানগর আহবায়ক সামছুজ্জামান সামু,  বক্তব্য রাখেন, 

সতানত ধর্মাবলম্বীদের প্রতিনিধি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের রংপুর মহানগর সদস্য সচিব দিলীপ চন্দ্র ঘোষ, হিন্দু- বৈধ্য ও খিস্ট্রান পরিষদের রংপুর জেলা সভাপতি ও বৈষাম্যবিরোধী নাগরিক ঐক্যের যুগ্ম আহবায়ক সুশান্ত ভৈৗমিক, হিন্দু- বৈধ্য ও খিস্ট্রান পরিষদের রংপুর কোতয়ালী থানা সভাপতি খোকন সরকার, কালিবারি মন্দির সভাপতি নিখিল রায়, বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের মাহানগর যুগ্ম আহবায়ক তৌহিদুর রহামান, রংপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলন তরু,

 বাংলাদেশ ডেইরি ফার্মস এসোসিয়েশনের রংপুর বিভাগীয় সভাপতি লতিফুর রহমান মিলন প্রমূখ। বক্তরা বলেন, একটি মহল অস্থিতিশিল পরিবেশ তৈরী করতে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে ভাংচুর, অগ্নি সংযোগসহ লুটতারাজের ভূয়া খবর ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করার চেষ্টা করতেছে। রংপুরে কোন হিন্দুদের বাড়িতে কোন ভাংচুর, অগ্নি সংযোগ বা কোনরকম হামলা হয়নি। 

আমরা সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনে আছি তারা প্রত্যেকটি এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেছি। শেখ হাসিনা সরকারের পতনের পর দূর্বৃত্তরা দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা, ব্যাবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি লুটতারাজের অপচেষ্টা চালাচ্ছে। একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের নানা রকম হুমকি দিয়ে বিজয়কে ¤øান করতে চাইছে। এ অবস্থায়, দূর্বৃত্তদের প্রতিহত করতে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি।