ন্যাভিগেশন মেনু

রক্তে অর্জিত স্বাধীনতাকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবেনা: আবু সুফিয়ান


চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর দেশের মানুষ একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে। বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র জনতার এ অর্জন কে নস্যাৎ করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

 কাজেই এই স্বাধীনতাকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবেনা। স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা ও সংঘাতের ঘটনা ঘটছে। কতিপয় দুষ্কৃতিকারি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেকটি এলাকায় আমাদের নেতা-কর্মীদের নজরদারি বাড়িয়ে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। 

যাতে কোন দুষ্কৃতিকারী কোন ধরণের অপকর্মের সুযোগ না পায়। আমরা এসকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে যথাযথ আইনানুগ ব্যবস্থার দাবি জানাই। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে সরকারদলীয় যে সকল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উচিঁয়ে শত শত ছাত্রজনতা কে হত্যা করেছে, তাদের পরিচয় ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা চাই অনতিবিলম্বে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। এদের শাস্তি নিশ্চিত হলেই- কোটা সংস্কার আন্দোলনের শহীদ ছাত্রজনতার আত্মা শান্তি পাবে।

বৃহস্পতিবার বিকেলে ৪নং চান্দগাঁও ওয়াডস্থ নাথপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ও উপাসনালয়ে নিরাপত্তা বিধানে এলাকাবাসী ও নেতাকর্মীদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রতিটি ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। এ দেশে সব ধর্মের নাগরিকদের অন্যের ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যেন এই মাটিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলেই যেন ভালভাবে বাঁচতে পারে। দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। তাহলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিক মুক্তি আসবে, সহিংসতা বন্ধ হবে এবং ভ্রাতৃত্ব বজায় থাকবে।

এসময় উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, চান্দগাঁও থানা যুবদলেল আহবায়ক গোলজার হোসেন, মহানগর যুবদল নেতা নুরুল আমিন, বিএনপি নেতা মো. আলমগীর, মো. মিয়া, মো. ইউনুচ, মো. সিরাজ, মো. আলম, যুবদল নেতা নওশাদ আল জাসেদুর রহমান, চান্দগাঁও থানা ছাত্রদলের আহবায়ক আলফাজ আব্দুর রহমান আলফাজ, মো. নাছির উদ্দিন, আব্দুল হাকিম, কামাল হোসেন খোকন, নাজিম উদ্দিন, মো. রিয়াদ, সঞ্জয় কুমার নাথ, বাবুল কুমার নাথ, মানিক কুমার নাথ, বাবলু কুমার নাথ, স্বপন কুমার নাথ, সুজন দে, রোকান নাথ প্রমুখ।

ছবির ক্যাপশন: নগরের চান্দগাঁও ওয়াডস্থ নাথপাড়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ও উপাসনালয়ে নিরাপত্তা বিধানে এলাকাবাসী ও নেতাকর্মীদের সাথে মত বিনিময় করছেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ।