ন্যাভিগেশন মেনু

রবিবার থেকে চলবে আরও ১৩ জোড়া ট্রেন


বাংলাদেশ রেলওয়ে আজ থেকে আরও ১৩ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১২ জোড়া আন্তঃনগর ও এক জোড়া কমিউটার ট্রেন।

করোনাভাইরাসের কারণে সারা দেশে ১৭ জোড়া ট্রেন চলছে, আজ থেকে চলবে আরো ১৩ জোড়া ট্রেন। এনিয়ে মোট ৩০ জোড়া ট্রেন চালু হলো।

রেলওয়ে সূত্র জানায়, বর্তমানে ৩৪টি আন্তঃনগর ট্রেন (আপ এবং ডাউন) চালু আছে। আজ থেকে ১২ জোড়া আন্তনগর এবং একজোড়া কমিউটার ট্রেন চালু হচ্ছে। ট্রেনগুলো তাদের পুরনো সময়সূচি অনুযায়ি চলাচল করবে। 

আজ যে সব ট্রেন চালু হচ্ছে সেগুলো হলো, একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে আগামী ৩১ আগস্টের মধ্যে সব ট্রেনের চাকাই সচল হবে বলে জানা গেছে।

করোনার ঝুঁকি মাথায় রেখে এখনো রেলের সব টিকেট অনলাইনেই বিক্রি হচ্ছে। তবে আজকে থেকে একজনের জাতীয় পরিচয়পত্র দিয়ে কাটা টিকেটে অন্য যাত্রী ভ্রমণ করতে পারবেন না।

করোনা মহামারি ঠেকাতে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কিছু মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিল। গত ৩১ মে প্রথম দফায় আট জোড়া আন্তনগর ট্রেন চালু করা হয়। ৩ জুন দ্বিতীয় দফায় আরও ১১ জোড়া আন্তনগর ট্রেন বাড়ানো হয়। তবে কিছুদিন পর যাত্রী সংকটে দুই জোড়া ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এডিবি/