ন্যাভিগেশন মেনু

রবিবার থেকে বরিশাল-ঢাকা লঞ্চ চলাচল শুরু


মহামারি করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে ঝুঁকি এড়াতে ও সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় দুই মাস বন্ধের পর সারাদেশের মতো বরিশাল থেকে শুরু হয়েছে যাত্রীবাহী লঞ্চের চলাচল।

রবিবার (৩১ মে) সকাল ৬টা থেকে বরিশাল বিভাগের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চের চলাচল শুরু হয়।

লঞ্চ কর্তৃপক্ষ বলছেন, যাত্রী সংখ্যা খুবই কম থাকায় স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রেখে লঞ্চে আরোহী হয়েছেন যাত্রীরা। লঞ্চে ঢোকার প্রবেশ পথে জীবাণুনাশক দেয়া হয়েছে সকল যাত্রীর হাতে। তবে নদী বন্দরে প্রবেশের পথে সকালে জীবাণুনাশক ছিটানোর কোনো তৎপরতা দেখা যায়নি।

এই বিষয়ে আরোহী যাত্রীরা বলেছেন, নিজের স্বার্থে সকলকে মানতেই হবে স্বাস্থ্যবিধি।

এদিকে লঞ্চ কর্তৃপক্ষ বলছে, সাধ্য অনুযায়ি স্বাস্থ্যবিধি রক্ষার চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, করোনার সংক্রামণ ঠেকাতে গত ২৪ মার্চ সরকারি নির্দেশনা অনুযায়ি লঞ্চ চলাচল বন্ধ হয়।

আজ রাতে বরিশাল থেকে সুন্দরবন, সুরভী, কীর্তনখোল ও এডভেঞ্চার এই ৪টি বিলাসবহুল লঞ্চ রাজধানীর উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হবে।

ওয়াই এ/ এডিবি