ন্যাভিগেশন মেনু

পাঁচ পাওয়ালা বাছুর


জামালপুরের সরিষাবাড়ীতে জন্ম নিয়েছে পাঁচ পাওয়ালা একটি বাছুর। বাছুরটি সুস্থ্য আছে। দৌড়ে বেড়াচ্ছে মাঠসহ এক বাড়ী থেকে অন্য বাড়ি।

বিরল এই বাছুরটি দেখতে প্রতিদিন ভীর জমাচ্ছে আশে পাশের এলাকার মানুষ।

এলাকায় গিয়ে জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের ঘুইঞ্চা চরের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাহফুজুর রহমানের গাভিটি মাস খানেক আগে এই বাছুরটি জন্ম দেয়। স্বাভাবিকভাবেই অন্য চারটি পায়ের সঙ্গে সমান তালে বেড়ে উঠছে পিঠের উপরে থাকা বাড়তি ৫ নাম্বার পা।

ঘুইঞ্চা গ্রামের সেজাব আলী বলেন, একটু আগেই বাছুরটি আমাদের বাড়িতে দৌড়ে এসেছিলো। বাছুরটি দেখতে অনেক লোক জড়ো হয়েছিলো আমাদের বাড়ীতে।

বাছুরটির মালিক মাহফুজুর রহমান জানান, 'তার বাড়ীতে থাকা দেশীয় জাতের গাভিটি পাঁচ পায়ের এ বাছুরটির জন্ম দেয়। জন্মের পর বাছুরটি বাঁচবে কিনা সে বিষয়ে চিন্তিত ছিলাম। তবে আল্লাহর রহমতে এখন আমাদের বাছুরটি অন্য বাছুরদের সাথে দৌড়ে বেড়াচ্ছে, খাবার খাচ্ছে। যাতে বাছুরটি দুধ খেয়ে তারাতারী বেড়ে উঠতে পারে তাই দুধ দোহানো বাদ দিয়েছি।'

সিবি/এডিবি