ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত


উত্তরের হিমেল বাতাস ও ঘনকুয়াশায় পঞ্চগড়ে আরও কমেছে তাপমাত্রা। দিনের বেলায় কিছুটা গরম অনুভূত হলেও রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, ‘পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করছে।’

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ‘হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় বিগত বছরের তুলনায় সারাদেশের মতো পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ফলে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলা। সঙ্গে হিমালয়ের হাওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।’

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

ওয়াই এ/এডিবি