NAVIGATION MENU

রমজানের চাঁদ দেখা গেছে, বুধবার রোজা


বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রমজানের প্রথম রোজা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে আজ এ কথা জানানো হয়।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বাদ এশার পর হতে মসজিদে তারাবি অনুষ্ঠিত হবে। আজ সোমবার শেষরাতে ধর্মপ্রাণ মুসল্লিরা সিয়াম সাধনার উদ্দেশ্যে সেহরি খাবেন।

এমআইআর/এডিবি/